ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যারিস্টার জমির উদ্দিনের স্ত্রী আর নেই, বিএনপির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২, ২০২৩
ব্যারিস্টার জমির উদ্দিনের স্ত্রী আর নেই, বিএনপির শোক

ঢাকা: সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রী বেগম নুর আক্তার সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মঙ্গলবার (২ মে) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। নুর আক্তার স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ মে) বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তার মরদেহ দিনাজপুর নিয়ে যাওয়া হবে। বুধবার (৩ মে) দিনাজপুর জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ২, ২০২৩
টিএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।