ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ২, ২০২৩
সিলেটে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিলেট: জেলার জকিগঞ্জে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ হারিয়েছে মাহফুজ আহমদ (৯) নামের এক শিশু।

মঙ্গলবার (০২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গঙ্গাজল গোয়াবাড়ি যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মাহফুজের ছোট ভাই মাসরুর আহমদ (৭) গুরুতর আহত হয়েছে।
 
নিহত মাহফুজ আহমদ সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামের জমিল আহমেদের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ভ্রমণ শেষে ঘেছুয়া গ্রামের জমিল আহমেদের পরিবার আইওর গ্রাম থেকে টমটমযোগে বাড়ি ফেরার পথে গঙ্গাজল গোয়াবাড়ি যাত্রীছাউনির কাছেই একটি ট্রলিগাড়ি টমটমে ধাক্কা দেয়। এতে জমিল আহমেদের ছেলে মাহফুজ ও মাসরুর গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এছাড়া মাসরুর আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলিটি জব্দ করেছে। নিহত শিশুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদ হোসেন বলেন, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া ট্রলির চালককে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত করছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০২, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।