ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ যাত্রী আটক

বরিশাল: ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ৮টায় বরিশাল নগরের দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়ক সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

আটককৃত মো. স্বপন মিয়া (৪৯) রাঙ্গামাটি জেলার কাউখালী থানার কচুখালী এলাকার মো. আ. মোতালেবের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকায়াটা মহাসড়কে ইমরান ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের এফ-১ সিটের যাত্রী স্বপন মিয়াকে তল্লাশী করে এ সব ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএস/ এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।