ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘নাটোরে ফসলি জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
‘নাটোরে ফসলি জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না’

নাটোর: নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা বলেছেন, জেলার কোথাও কোনো ফসলি জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না।  

তিনি বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

কেউ আইন অমান্য করলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে পুনঃপর্যালোচনা করার বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২ মে) জেলার বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকতা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেন আবু নাছের ভূঁঞা।  

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নবযোগদান করা ডিসি আবু নাছের ভূঁঞা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য দেন।  

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও অন্যান্য সুধীজন।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।