ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুর: ৩ গ্রাম হেরোইনসহ আরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

বুধবার (০৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (০২ মে) দিনগত রাতে মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিবলী গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।

সদর থানার এসআই শিবলী বাংলানিউজকে বলেন, গোপন তথ্যে খবর পাই যে আরিফুল ইসলাম তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছেন। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে এর আগেও সদর থানায় দুইটি মাদকের মামলা আছে। সেই মামলা দুইটি আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।