ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাস-পারমিট ছাড়াই প্রবেশ, সুন্দরবনে নৌকা-ট্রলারসহ ১০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
পাস-পারমিট ছাড়াই প্রবেশ, সুন্দরবনে নৌকা-ট্রলারসহ ১০ জেলে আটক

বাগেরহাট: সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণের সময় নৌকা ও ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২মে) রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলারচরের ভাঙ্গার খাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তাদের আটক করা হয়।

এসময় জেলেদের ব্যবহৃত ৬টি ইঞ্জিন চালিত ও ৪টি ডিঙ্গি নৌকাসহ বেশকিছু নিষিদ্ধ জাল ও কাকড়া ধরার বাঁশের তৈরি চাই জব্দ করে বনরক্ষীরা। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক জেলেদের মধ্যে ওমর ফারুক গাজী, আসাদুল, মন্টু, জাফর পেয়াদা, কামাল কাজীর নাম পাওয়া গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান  বলেন, আটক জেলেরা পাশ-পারমিট ছাড়াই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল। কয়েকজন নিষিদ্ধ বেহেন্দি জাল দিয়ে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।