ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ঝড়ে গাছের ডাল ভেঙে আহত গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
বরিশালে ঝড়ে গাছের ডাল ভেঙে আহত গৃহবধূর মৃত্যু ফাইল ফটো

বরিশাল: বরিশালের গৌরনদীতে এক সপ্তাহ আগে কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে গুরুতর আহত গৃহবধূর মৃত্যু হয়েছে।

মৃত শিখা রানী হালদার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের কালাচাঁদ হালদারের স্ত্রী ও তিন সন্তানের মা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রশিদ জানান, গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে রিনা দাসের মাথায় পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৩ মে) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।