ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা

খাগড়াছড়ি: ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা।

বৃহস্পতিবার (৪ মে) দিনটি উপলক্ষে মহালছড়িতে পার্বত্য ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীদের উদ্যোগে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান ও নানাবিধ দান, সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে মহালছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি মহালছড়ি বাজার ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। শোভা যাত্রায় নেতৃত্ব দেন পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার সভাপতি প্রজ্ঞা জ্যোতি মহাথেরো।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহালছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল শাহরিয়ার শাফকাত ভূইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।

অন্যান্য বিহারগুলোতেও চলছে বুদ্ধ পূর্ণিমার নানা আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।