নরসিংদী: নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে ইয়াছমিন (১৫) ও ইমা (১৬) নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরের দিকে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে এ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে পলাশ ফায়ার সার্ভিসের ডুবরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।
নিখোঁজদের মধ্যে ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়, দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। একপর্যায় তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে ডুবে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি বলেন, নদীতে উদ্ধার কাজ চালানোর জন্য টঙ্গি থেকে ডুবরি দল খবর দেওয়া হয়। পরে তারা এসে উদ্ধার কাজ চালায়। এখন পর্যন্ত নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস