গাজীপুর: আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে আপিলের শুনানি শেষে বাতিলের আদেশ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
গাজীপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও মিডিয়ার দায়িত্বে থাকা মঞ্জুর হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ এপ্রিল আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। পরে জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।
বৃহস্পতিবার জাহাঙ্গীরের আপিল শুনানি হয়। এ সময় বিভাগীয় কমিশনার তার আপিল খারিজ করে দেন এবং রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। তবে জাহাঙ্গীর আলম চাইলে আদালতে যেতে পারবেন।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আগামী ৮ মে প্রার্থিতা প্রত্যাহার এবং ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮, মে ৪, ২০২৩
আরএস/আরএইচ