ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ৫, ২০২৩
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

গাজীপুর: টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরে টঙ্গীর ২৭ এলাকায় মারকাযুল কুরআন সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী জানান, টঙ্গীর খা পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন সাদিকুল। দুপুরে মারকাযুল কুরআন সুন্নাহ মাদ্রাসার তৃতীয় তলায় ব্যানার লাগাতে যান তিনি। এ সময় অসাবধানবশত নিচে পড়ে গেলে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের তার স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৬, ২০২৩ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।