ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ৫, ২০২৩
ভৈরবে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় রাহিমা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ মে) বিকেলে উপজেলার শুম্ভুপুর রেল গেইট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিমা বেগম উপজেলার চণ্ডিবের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার শুম্ভুপুর রেল গেইট ক্রসিং এলাকায় রাহিমা বেগমের মরদেহ পড়েছিল। এর আগে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্ধুর গোধুলি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।