ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ৬, ২০২৩
রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শনিবার (০৬ মে) ভোর সাড়ে ৫টায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় সানমুন কয়েল কারখানায় ওই অগ্নিকাণ্ড ঘটে।

ডেমরা ফায়ার সার্ভিসের পরিদর্শক হুমায়ুন কবির জানায়, ভোরে সাড়ে ৫টায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, কারখানার ভেতরে থাকা কয়েল হিট দেওয়ার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে আনুমানিক ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।