ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাচনে যে দল বাধা দিতে চাইবে তারা অসাংবিধানিক: মায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ৬, ২০২৩
নির্বাচনে যে দল বাধা দিতে চাইবে তারা অসাংবিধানিক: মায়া

চাঁদপুর: যে দল আগামী নির্বাচনে বাধা দিতে চাইবে সে দল অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শনিবার (০৬ মে) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠান বাজান আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, যে দল আগামী নির্বাচনে বাধা দিতে চাইবে সে দল অসাংবিধানিক। তারা সংবিধানের কিছুই বুঝে না বলে আমি মনে করি। কারণ, নির্বাচন করবে নির্বাচন কমিশন, আর সরকার তাতে সহযোগিতা করবে। বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না। যথা সময়ে নির্বাচন হয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলছেন। দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে তা আপনারাই দেখছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান মিঠুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশফাক হোসেন চৌধুরী মাহী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নবী হোসেন নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।