ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক ফাইল ছবি

হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে।

রোববার (০৭ মে) দুপুরে উপজেলার কুমড়ি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

জানা যায়, কুমড়ি দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন এবং একই গ্রামের বাসিন্দা আইনজীবী আব্দুল হামিদের গোষ্ঠীর বিরোধ ছিল।

এ নিয়ে রোববার দুপুরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে নারী পুরুষসহ শতাধিক মানুষ আহত হন। পরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

আহতরা হলেন ফজলুর রহমান, এরশাদ আলী, নজরুল ইসলাম, রায়হান আহমেদ, রাসেল মিয়া, নিম্মত আলী, মো. নজরুল, সাইমুদ্দিন, জুয়েল চৌধুরী, জাকির হোসেন, সাহিদ মিয়া, ছায়েদ মিয়া, এমদাদুল হক, উসমান মিয়া, বিজয় মিয়া, মাসুদ মিয়া, হুমায়ুন মিয়া, দিপু মিয়া, সায়মন হাসান, কাশেম মিয়া, সালেক মিয়া, রেজাউল, নার্গিস আক্তার, মাহমুদুল হক, রুকন উদ্দিন, রহিছ মিয়া, রোমান মিয়া, নুরুল আমিন, সজিব আহমেদ, মুছা মিয়া, আমিনা বেগম, রায়দর মিয়া, নিহার বেগম, জেসমিন আক্তার, নিশাত রহমান, আবুল কালাম, জাহাঙ্গীর ও জোসনা আক্তারসহ আরও অনেকে। তারা সবাই হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

এছাড়া গুরুতর আহত আরও পাঁচ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।