ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গেইটম্যান না থাকায় পিকআপকে ট্রেনের ধাক্কা, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মে ৮, ২০২৩
গেইটম্যান না থাকায় পিকআপকে ট্রেনের ধাক্কা, নিহত ১

খুলনা: মহানগরীতে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে গেছে। এ সময় পিকআপ ভ্যানে থাকা হেলপার আফজাল শেখ ঘটনাস্থলে নিহত হন।

সোমবার (০৮ মে) ভোরে খানজাহান আলী থানার আফিসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর বেশ কিছু সময় খুলনা থেকে সব রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে আন্তঃনগর রকেট ট্রেনটি ভোরে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি আফিসগেট এলাকায় পৌঁছালে রেলগেট খোলা থাকায় ওই সময় একটি মুরগি ভর্তি পিকআপ ভ্যান রেল লাইন ক্রস করার সময় ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে হেলপার নিহত হন। গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, ভোরের দিকে চিলাহাটি ট্রেন খুলনার দিকে আসছিল। ওই সময়ে ট্রেন ক্রসিংয়ের গেটে কেউ ছিল না। না থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেন পিকআপটিকে অনেক দূর ঠেলে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।