ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৮ মে) সকাল সাড়ে ৯টায় শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটার গ্রামের কৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম ও আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে হরিণের মাংসের চোরাই কারবারের সঙ্গে জড়িত।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াতুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংসসহ আটক করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।