ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতে সুই-স্যালাইন নিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
হাতে সুই-স্যালাইন নিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের সাতানী আমিরউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাদিয়া আফরিন আশা।

মঙ্গলবার (৯ মে) সকালে দুমকির এ কে বহুমুখী (মডেল) মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে।

পরে অবস্থার আরও অবনতি হলে আশার বাবা মো. আবু জাফর জমাদ্দার দ্রুত তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে ভর্তি করার জন্য বলেন চিকিৎসক।

এদিকে পরীক্ষা শুরু হয়ে যায়। তাই দ্রুত হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে এবং হাতে সুই-স্যালাইন নিয়েই পরীক্ষায় অংশ নেয় আশা।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন। সাদিয়া আফরিন আশা নামে এক পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসছিল আজ (৯ মে)। আমাদের যতটুক সম্ভব ছিল শারীরিক এবং মানসিক সহায়তা দিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।