ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে ৫ নারীসহ গ্রেপ্তার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
গাংনীতে ৫ নারীসহ গ্রেপ্তার ৯

মেহেরপুর: মেহেরপুর গাংনীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ নারীসহ ৯ আসামি গ্রেপ্তার হয়েছে।  

সোমবার (৮ মে) দিনগত রাত থেকে মঙ্গলবার (৯ মে) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- গাংনীর সাহেবনগর গ্রামের আমির আলীর স্ত্রী আয়েশা খাতুন, ওসমান আলীর স্ত্রী সানোয়ারা খাতুন, মোবারক হোসেনের স্ত্রী সেলিনা খাতুন, বাবুল শাহের স্ত্রী পারুল খাতুন, সিরাজুল ইসলামের স্ত্রী সাবানা খাতুন, নওদাপাড়া গ্রামের রিয়াজতুল্লাহর ছেলে রোজিফোর ও তার ছেলে হৃদয় হোসেন, গাংনী পৌর সভার শিশিরপাড়া গ্রামের রহমতুল্লাহ খাঁ ও গাঁড়াডোব গ্রামের লালুর ছেলে জনি হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানার একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে পাঁচ নারীসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।