ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ৭ ও জিআর মামলায় ৩ জন রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার (১০ মে) ভোর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট একাধিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করেন।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করেছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশ ৭ জন, মেহেরপুর সদর থানা পুলিশ ৫ জন ও মুজিবনগর থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।