ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন মানববন্ধনে ভুক্তভোগীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: কানাডায় পাঠানোর নাম করে প্রতারণা করা প্রতারক রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলামকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মো. সাইফুর রহমান বলেন, দুই বছর আগে কানাডা সরকার তাদের অভিবাসন বাড়ানোর ঘোষণা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ভিডিও ও বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে। আমরা কানাডা যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকি। এর মধ্যে আমাদের চোখে পড়ে ‘জাস্ট ফর ইউ’ নামের একটি ইউটিউব চ্যানেল। সেখানে কানাডা যাওয়ার বিভিন্ন চটকদার বিজ্ঞাপন আমাদের নজরে আসে। সেই ইউটিউব চ্যানেলে দেওয়া হোয়াটস অ্যাপ নম্বরে আমরা যোগাযোগ করি ও কানাডা যাওয়ার আগ্রহ প্রকাশ করি।

তিনি বলেন, হোয়াটস অ্যাপ নম্বরে যোগাযোগ করার পর প্রতারক রফিকুল ইসলাম নিজে কানাডা থাকে বলে দাবি করেন ও নিজের কোম্পানিতে কাজ দেবে বলে আমাদের আশ্বস্ত করেন। তার কথা মোতাবেক আমরা তাকে বিভিন্ন সময়ে তিন-চার কিস্তিতে টাকা দেই। আমাদের অনেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বায়োমেট্রিক দিয়েছেন, কেউ কেউ মেডিকেল করেছেন।

তিনি আরও বলেন, একটা সময় আমাদের ভুল ভাঙতে শুরু করে। জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব জিয়া হাসান ও কাজী হাসান  প্রতারক রফিকুল ও তার ভাই শফিকুলের প্রতারণার বিষয়টি সবার নজরে আনেন। আমরা জানতে পারি এ দুই প্রতারক ভুয়া কোম্পানি দেখিয়ে ভুয়া কাগজপত্র ও চাকরির অফার দেন।

সাইফুর রহমানের দাবি, আমাদের পরিচিত কানাডা প্রবাসী এক ভাই প্রতারক রফিকুল ও তার ভাই শফিকুলের বর্তমান অবস্থান খুঁজে বের করেছেন। এ দুই ভাই বর্তমানে বিনিয়োগ ভিসাতে ইন্দোনেশিয়ায় বসবাস করছেন। তারা হুন্ডিতে বিদেশে টাকা পাচার করছেন। এছাড়া তারা রাজধানীর উত্তরা ও গাইবান্ধায় প্রচুর অবৈধ সম্পদ গড়েছে।

তিনি বলেন, রফিকুল ইসলামের চার স্ত্রীর একজন গাইবান্ধা, একজন ইন্দোনেশিয়া, একজন দুবাই ও একজন ঢাকায় থাকেন। শফিকুলের স্ত্রী ইন্দোনেশিয়ায় থাকেন। তারা দুই ভাই আমাদের টাকায় ইন্দোনেশিয়ায় নারকেল বাগান ইজারা নিয়েছেন। তারা ভিজিট ভিসায় এখন কানাডায় ঢোকার চেষ্টা করছেন।

সাইফুর বলেন, আমরা যারা প্রতারিত হয়েছি তাদের দাবি রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের ভিসা বাতিল করে আইনের আওতায় আনা হোক ও আমাদের কষ্টার্জিত টাকা উদ্ধার করা হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল মোতালেব, সাজেদুল, দিদারুল ইসলাম ও রুহুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।