ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ১৩, ২০২৩
গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইসমাইল কাজী ওই এলাকার তাইজেল কাজীর ছেলে।

নিহতের বড় ছেলে সেলিম কাজী জানিয়েছেন, আমার মেঝো ভাই আলীম কাজী (২৫) মাদকাসক্ত ছিল। প্রায় প্রতিদিনই আমার সে মাদকের টাকার জন্য আমার বাবার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। আজ (১৩ মে) সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বটি দিয়ে বাবার পেছন থেকে ঘাড়ে কোপ দিলে তার দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আজ (১৩ মে) মাদকের টাকার জন্য তার বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে পেছন থেকে বটি দিয়ে তার ঘাড়ে কোপ দেয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।