ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জাহাঙ্গীর মীর (৪৯) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার আমিনুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বন্দি জাহাঙ্গীর মীরকে কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের লিখিত ও সিভিল সার্জনের সইয়ের পরিপ্রেক্ষিতে আইসিএইচ, এলএসএইচ ও এইচটিএন রোগের উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ তাকে হাসপাতালে নতুন ভবনের ছয় তলার ৬০২ ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বন্দি জাহাঙ্গীরের মৃত্যু হয়।

মৃত্যুর কারণ হাসপাতালের প্রমাণপত্রে উল্লেখ করেছেন চিকিৎসকরা। জাহাঙ্গীর বিমানবন্দর থানার একটি মামলায় কেন্দ্রীয় কারাগারে  বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।