ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: দোহারে ১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: দোহারে ১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নবাবগঞ্জ (ঢাকা): আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় ঢাকার দোহারের পার্শ্ববর্তী পদ্মা নদীর তীরবর্তী মানুষের নিরাপত্তায় ১১টি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন।  

শনিবার (১৩ মে) দুপুরের দিকে পদ্মার তীরবর্তী মানুষের নিরাপত্তার ব্যবস্থার বিষয় নিশ্চিত করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম।

তিনি জানান, ঘূর্ণিঝড় পূর্বাভাস পাওয়ার পর স্থানীয় জনসাধারণকে মোখার তাণ্ডব থেকে  রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি ও জানমালের ক্ষয়ক্ষতি শূন্য পর্যায়ে থাকবে।  

ইউএনও আরও জানান, এ উপজেলার ৮টি ইউনিয়নে ৮টি আশ্রয়কেন্দ্র ও পৌরসভা এলাকায় তিনটি কেন্দ্রসহ মোট ১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে মেডিকেল টিম গঠন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা রাখা হয়েছে।  

সরেজমিনে দেখা যায়, পদ্মার তীরবর্তী মৈনটঘাট ও বাহ্রাঘাটসহ চরাঞ্চলের জনসাধারণ ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষা পেতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। স্থানীয়রা ট্রলারসহ পদ্মায় মাছ ধরার নৌকাগুলো নিরাপদ স্থানে রেখেছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।