ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটকদের সরাচ্ছে বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটকদের সরাচ্ছে বিজিবি

কক্সবাজার: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবহাওয়ার অবনতি হলেও কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের কোনোভাবেই সরানো যাচ্ছিল না।  

এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত উৎসুক পর্যটকদের সৈকত থেকে সরাতে দায়িত্ব পালন করছে বিজিবি।

শনিবার (১৩ মে) বিকেলে বিজিবি সেখানে দায়িত্ব পালন করছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিভীষন কান্তি দাশ বাংলানিউজকে বলেন, সৈকতের পরিস্থিতি দেখে বিজিবি সদস্যরা নিজ তাগিদে দায়িত্ব পালন করছেন।  

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকেই কক্সবাজারের সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনন্দ উল্লাস ও হইচই করতে দেখা গেছে। অনেকেই সাগরে গোসল করেছেন। যদিও মোখার প্রভাবে সৈকতে বিপৎসংকেত ‘লাল’ পতাকা টানানো হয়েছে। এমন অবস্থায় পর্যটকদের নিরাপদে থাকতে ও দ্রুত সমুদ্র থেকে উঠে যেতে মাইকিং করছেন বিচকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসবি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।