ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু ফাইল ফটো

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে চলন্ত গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মে) দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।

স্থানীয়রা জানান, হুনুফা বেগম ভ্যানগাড়িতে চড়ে পার্শ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।  

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।