ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিলেট: সিলেটে ট্রাকচাপায় জাহাঙ্গীর মিয়া নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার সময় মোটরসাইকেল চালক জাহাঙ্গীর মিয়া দ্রুত গতিতে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।