ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবুজবাগে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
সবুজবাগে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগের পূর্ব রাজারবাগ এলাকার একটি বাসায় ধ্রুব সরকার (১৯) নামে এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়ার জয় গোপাল সরকারের ছেলে ধ্রুব সরকার। পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব রাজারবাগ ১২/ডি নম্বর বাড়িতে থাকতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজার আলী জানান, রোববার (১৪ মে) দিনগত রাতে বাবা-মায়ের সঙ্গে রাগারাগির পর অভিমান করে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ধ্রুব। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মৃত ধ্রুব সরকারের মামা উত্তম সরকার রনি জানান, দুই ভাইয়ের মধ্যে বড় ছিল ধ্রুব। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল ধ্রুব। তবে পড়ালেখায় তেমন মনোযোগী ছিল না। এজন্য তাকে প্রবাসে পাঠানোর পরিকল্পনা করছিল পরিবার। কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। এসব বিষয়ে মা-বাবার সঙ্গে রাগারাগি হয় তার। রাতের খাবার খেয়ে এক পর্যায়ে অভিমান করে রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে ধ্রুব। কিছুক্ষণ পর জানালা দিয়ে তার মা দেখেন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে সে। তখন তার ডাক-চিৎকারে স্বজনরা জড়ো হয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।