ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫০০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
৫০০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কদমতলী ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার নারীর নাম আসমা বেগম।

মঙ্গলবার (১৬ মে) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, সোমবার (১৫ মে) কদমতলী থানার পূর্বধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসমা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার ভাড়া বাসায় ফেন্সিডিলের আরও মজুদ রয়েছে। সেখানে অভিযান চালিয়ে আরও ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।