ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নির্বাহী প্রকৌশলী  আনিছুর রহমানকে ২১ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ নং সেগুনবাগিচা, ঢাকায় উপস্থিত হয়ে টিমের সদস্যের কাছে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তার (আনিছুর) কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।