ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১৭, ২০২৩
বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার(১৬ মে) রাত ১২টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের সরকারি গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নজরুল ইসলাম, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মৃত হযরত আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলায় স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  

বকশীগঞ্জ পুলিশের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, রাত ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় সরকারি গার্লস স্কুলের সামনে দিয়ে হাটছিল নজরুল ইসলাম। এসময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

নজরুলের মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।