ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জৈন্তাপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
জৈন্তাপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২ ছবি- নাছির উদ্দিন

সিলেট: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে ট্রাক ও গরু বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার (১৭ মে) ভোরে উপজেলার কাটাগং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জৈন্তাপুর অভিমুখে আসা গরু বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)। আহত ব্যক্তি হলেন পিকআপ ভ্যানের চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)।

খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম। তারা স্থানীয় জনতার সাহায্যে আহত পিকআপ ভ্যান চালককে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এসব তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।