ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জমির দ্বন্দ্বে প্রাণ হারালেন গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
বগুড়ায় জমির দ্বন্দ্বে প্রাণ হারালেন গৃহবধূ

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় দুই শতক জমি নিয়ে বিরোধের জেরে জীবন নাহার (২৯) নামে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।  

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন নাহার ওই এলাকার মো. পলাশের স্ত্রী।  

জীবন নাহারের স্বামী মো. পলাশ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী পুলিশ সদস্য আবেদুর রহমানের সঙ্গে বাড়ি সামনে দুই শতক জমি নিয়ে মামলা চলছে। এ নিয়ে ঢাকায় পুলিশে কর্মরত আবেদুর ছুটি কাটাতে বাড়িতে এলে সব সময়ই হুমকি-ধামকি দিয়ে থাকেন। সকালে ধানকাটার জন্য তিনজন শ্রমিকে নিয়ে আসি। দুপুরের দিকে তাদের খাবার দিয়ে আমার স্ত্রী বাড়িতে ফিরছিলেন। এ সময় আবেদুরসহ তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও তার ছেলে কনক আমার স্ত্রীর পথরোধ করে বাঁশ দিয়ে মাথায় উপর্যপুরি আঘাতে জখম করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পূর্ব শত্রুতা ও জমির বিরোধে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। মাথায় গুরুতর আঘাত থেকে ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহতের পরিবার এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।