ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আম পাড়া নিয়ে বাকবিতণ্ডায় অসুস্থ বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আম পাড়া নিয়ে বাকবিতণ্ডায় অসুস্থ বৃদ্ধের মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে গাছ থেকে আম পাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে অসুস্থ হয়ে আ. সালাম সরদার (৬৫) বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তবে তার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত আ. সালাম সরদার (৬৫) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে।

থানা পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ মে) দুপুরে আ. সালাম সরদারের ঘরের পাশের একটি গাছ থেকে আম পাড়ছিলেন একই বাড়ির বাসিন্দা চাচাতো ভাই রিমন সরদার। এ সময় আম ঘরের টিনের চালার ওপর পড়লে মৃতের ১৪ মাস বয়সী নাতনির ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে আ. সালাম সরদার আম পাড়তে নিষেধ করলে চাচাতো ভাই রিমন সরদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এতে উত্তেজনায় আ. সালাম সরদার অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

মৃতের স্বজনদের দাবি, আ. সালাম সরদারের হৃদরোগের সমস্যা ছিল। এর আগেও বার্ধক্যজনিত কারণে দুইবার অসুস্থ হন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।