ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম মুহিব্বুল হকের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম মুহিব্বুল হকের ইন্তেকাল

সিলেট: সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, দেশের প্রথিতযশা আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি হুজুর) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

বুধবার (১৭ মে) বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ মাদরাসায় তার নিজ বিশ্রামকক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৮ বছর।  

শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’মাদ্রাসার অধ্যক্ষের (মুহতামিম) দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার দিনে কোম্পানীগঞ্জে কয়েকটি মাহফিলে হুজুর অংশগ্রহণ করেন। আছরের নামাজ দরগাহ মাদরাসায় এসে আদায় করেন। আছরের পরে হুজুর তার বিশ্রামকক্ষে ছিলেন। মাগরিবের ওয়াক্তে হুজুরের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলে সঙ্গে সঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের মরদেহ বর্তমানে দরগাহ মাদরাসায় রাখা হয়েছে। দাফন ও জানাজার বিষয়ে সিলেটের আলেমরা বসে পরে সিদ্ধান্ত নেবেন 

শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) ইন্তেকালের খবরে সিলেটের আলেমসমাজসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাকে একনজর দেখার জন্য অনেকে দরগাহ মাদরাসায় ভিড় করেন। মুহিব্বুল হক (গাছবাড়ি) সিলেটের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বি ছিলেন।  

সিসিক মেয়রের শোক: শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।   

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

সিলেট জেলা প্রেসক্লাবের শোক: হযরত দরগাহ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতারা। এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

শোকবার্তায় নেতারা বলেন, তার মৃত্যুতে সিলেটবাসী একজন সর্বজনগ্রাহ্য ধর্মীয় ব্যক্তিত্বকে হারালো। যে ক্ষতি কখনওই পূরণ হওয়ার নয়।  

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।