ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না হাসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না হাসির রোকসানা আক্তার হাসি: ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে এসএসসি পরীক্ষা শেষে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে রোকসানা আক্তার হাসি (১৬) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কে দোবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার হাসি উপজেলার পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সে মহেশরৌহালী জলিল নগর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

বৃহস্পতিবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করে নওগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লতা আক্তার জানান, বুধবার (১৭ মে) এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর রোকসানা আক্তার হাসি তার এক বন্ধুর মোটরসাইকেলযোগে ঘুরতে বেড়িয়েছিল। তারা দোবিলা এলাকায় উঁচু ব্রিজে ঢালে ওঠার সময় পেছন থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় হাসি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।