ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রজেক্ট এটি আয়োজন করে। সেখানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম ও খোকশাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান প্রশান্ত রায়।

এই কর্মশালায় একটি শিশুও যাতে বাল্য বিয়ের শিকার না হয় এ জন্য সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম জানান, মে মোমেন্টের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে নীলফামারী পৌরসভাসহ তিনটি ইউনিয়নে গ্রাম কমিটির মাধ্যমে সচেতনতামূলক নানা কর্মসুচী পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।