ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে হতাশায় ফাঁস দিলেন গৃহবধূ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
না.গঞ্জে হতাশায় ফাঁস দিলেন গৃহবধূ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আছমা বেগম (৩৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মিজমিজি চৌধুরীপাড়া ইসলাম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।

এ ঘটনায় মৃত নারীর স্বামী মো. কবির হোসেন (৪৫) নিজে বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, আছমা বেগম কবির হোসেনের প্রথম স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। সকাল ৮টা থেকে ৯ টার মধ্যকার সময়ে তাদের বসবাসরত ভাড়াটিয়া বাসায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরবর্তীতে ঝুলন্ত অবস্থায় পাশের বাসার ভাড়াটিয়াদের নজরে পড়লে তারা তার স্বামীকে জানান। ঘটনার খবর শোনামাত্রই কবির হোসেন দ্রুত বাসায় এসে দেখেন যে তার স্ত্রীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আমাদের থানার পুলিশ মরদেহটি নিয়ে আসেন। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তার স্বামী এসে নিজে বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।