ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্যহাতি ঠেকাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১৮, ২০২৩
বন্যহাতি ঠেকাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জামালপুর: বন্য হাতির আক্রমণ থেকে জালমাল ও ফসল রক্ষায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বন্য হাতির অনুপ্রবেশ ঠেকাতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক এদিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও জানানো হয়, বৈঠকে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডাররা বন্য হাতির আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।