ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও ইউপি সদস্যরা।

গত রোববার (১৫ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড়, বালুরবাঁধ এলাকায় ঝড়ে ১৮০টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, এক লিটার করে তেল, এক করে কেজি লবণ ও গরম মসলা বিতরণ করা হয়।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আপাতত শুকনো খাবার বিতরণ করা হলো। এরপর তাদের ঘরবাড়ি সংস্কারের জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।