ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
মানিকছড়িতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মো. আইয়ুব আলী (৩৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ই মে) সকালে উপজেলার বড়বিল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব ওই এলাকার মৃত আব্দুল ছাদেকের ছেলে।

জানা গেছে, বড়বিল থেকে বালুভর্তি ট্রাক্টর মানিকছড়ি আসছিল। এ সময় মানিকছড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আইয়ুব। পথে বড়বিল এলাকায় ট্রাক্টরটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আইয়ুব। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. মহি উদ্দীন মৃত ঘোষণা করেন।  

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের সুরতহালের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।