ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
গাজীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে জাহিদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

জাহিদ হাসান ময়মনসিংহের পাগলা থানার পাইথল এলাকার তাজ উদ্দিনের ছেলে।  

নিহত জাহিদের পরিবার ও এলাকাবাসী জানায়, টেপিরবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো জাহিদ। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা অটো রিকশাচালক। দুপুরে জাহিদ ও তার দুই বন্ধু ওই পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে জাহিদ পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার দুই বন্ধু বাসায় গিয়ে এ খবর জানায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার জাল ফেলে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বাংলানিউজকে জানান, এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।