ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পথচারীকে চাপা দিয়ে বাইক ফেলে পালালেন চালক, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ১৯, ২০২৩
পথচারীকে চাপা দিয়ে বাইক ফেলে পালালেন চালক, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় পমেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় চালক তার বাইক রেখেই পালিয়ে যান।

নিহত পমেলা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গোরস্তান পাড়ার মুর্তজা আলীর মেয়ে এবং জহিরুল ইসলামের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) রাতে পমেলা বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।