ফেনী: ভারতীয় সম্প্রসারণবাদ ও ফেনী দখলের হুমকির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণের জন্য পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি, ফেনী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জড়ো হয়ে জেলা প্রশাসক কর্যালয়ের দিকে পদযাত্রা করেন শতশত মানুষ।
এ সময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফেনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। সম্প্রতি ভারতীয় একটি বেসরকারি টেলিভিশনে পাঁচ মিনিটে ফেনী দখল করার হুমকি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও হুমকি। ফেনীর নিরাপত্তার জন্য একটি ক্যান্টনমেন্টেরও দাবি করেন আন্দোলনকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় আগ্রাসন বিরোধী সর্বদলীয় প্রতিরোধ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনম আব্দুর রহিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসএইচডি/জেএইচ