ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা!

ভোলা: ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুমকে (৩৫) হত্যা করেন স্বামী মো. তছির সাজি (৪২)।  

রাতে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কুলসুমকে।

বৃহস্পতিবার (১৮ মে) তিনদিনের রিমান্ড শেষে স্ত্রী হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামদাসকান্দি গ্রামের সাজি বাড়ির তছির সাজি ও তার চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে তারা উভয়পক্ষই থানায় মামলা করে।  
প্রতিপক্ষের মামলার এক নম্বর আসামি তছির সাজি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় তছির সাজি তার প্রতিপক্ষকে ফাঁসাতে গত ১৪ মে দিনগত রাতে স্ত্রীকে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর দা’ দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে। এসময় তাদের ছোট তিন সন্তান ঘুমিয়ে ছিল। পরে ওই রাতেই এক পালিয়ে যান তিনি।

পরের দিন সকালে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ওই দিনই তছির সাজিকে প্রতিপক্ষের মারধরের মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করে স্ত্রী হত্যার বিষয়ে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।  
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন এবং পুলিশের কাছে হত্যার বিস্তারিত বর্ণনা দেন। পরে বৃহস্পতিবার (১৮ মে) সকালে পুলিশ তাকে নিয়ে তার বাড়ির পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দা’ ও হত্যার সময় তার পরনে থাকা রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করে।  
পরে কুলসুমের ভাই নুরুল ইসলামের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তছির সাজি এ হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় তছির ছাড়াও অন্য কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।