ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর: মেহেরপুরে দিনব্যাপী ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন বক্তব্য দেন- সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট এসএম শরিয়ত উল্লাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে পুলিশ সুপার মেহেরপুরের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাশ, মেহেরপুর ২৫০ সয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেল সুপার মনিরুল ইসলাম, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মেহেরপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতিনিধি ও জেলা ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলার সর্বশেষ আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারিসব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। সংশ্লিষ্ট সবার পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।