ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
যাত্রাবাড়ীতে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সামাদনগর এলাকায় একটি কারখানার ওয়েল্ডিয়ের কাজ করার সময় মই থেকে পড়ে মাইনুল (৩০) নামে এক যুবক মারা গেছেন।

রবিবার (২১ মে) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মাইনুলের সহকর্মী জাকির হোসেন জানান, আজকে দুপুরে কারখানার ভেতরে কাজ চলছিল। মইনুল মই দিয়ে উপরে ওঠার সময় মইসহ নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইনুল বর্তমানে শনিরআখড়া ঢালে পরিবার নিয়ে থাকতেন। তবে তার বিস্তারিত ঠিকানা সহকর্মীরা জানাতে পারে নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।