ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
বগুড়ায় দুই অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ মে) দুপুরে উপজেলার তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার বগুড়া শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

আনোয়ারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার তার অটোভ্যান নিয়ে গুজিয়া বন্দের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টের টিন বোঝাই অটোভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের টিনে আনোয়ারের মাথায় গুরুতর জখম হয়। পরে দ্রুত  তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আনোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।