ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে রং মিশ্রিত আইসক্রিম বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
বাগেরহাটে রং মিশ্রিত আইসক্রিম বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে রং মিশ্রিত আইসক্রিম বিক্রির অপরাধে মুজাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (২২ মে) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতী বাজারে ওই ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানা করেন।

 

অভিযানে ওই ব্যবসায়ীর বাসায় বিপুল পরিমাণে রাসায়নিক ক্ষতিকর রং মিশ্রিত ও কোনো রকম মেয়াদ ছাড়া আইসক্রিম (পেপসি নামে অধিক পরিচিত) পাওয়া যায়। ঘটনাস্থলে আনুমানিক ২ হাজার পিস আইসক্রিম  ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, দীর্ঘদিন ধরে খুলনা থেকে এনে এই আইসক্রিমগুলো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন মুজাহিদ। ক্ষতিকর রং  ও মেয়াদ না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুজাহিদ পুনরায় এ ধরনের আইসক্রিম বিক্রি করবে না বলে অঙ্গীকার করেন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।