ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ, আহত একজন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ, আহত একজন ঢামেকে ছবি- সৈয়দ শিমুল

ঢাকা: রাজধানী নিউমার্কেট সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষের ঘটনায় মো. সবুজ (৩৫) নামে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেল সোয়া ৫টার দিকে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল আহমেদ আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

 

আহত ওই ব্যক্তি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপকারী বলে দাবি পুলিশের।

তবে আহত ব্যক্তির দাবি, তিনি শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তাকে ঘটনার সময় কিছু লোক মারধর করে আহত করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।